Saturday, 25 June 2016

আপনি কি জানেন?

আপনি কি জানেন?
. ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা AMCA তে ভয়েস কম্যান্ড ব্যবস্থা থাকবে। অর্থাৎ পাইলট শুধু কথা বলার মাধ্যমে বিমান পরিচালনা করতে পারবে। যা বর্তমানে রাফাল ও এফ-৩৫ এ আছে। আপগ্রেডের পর রেপ্টরে আসবে। এতে একদিকে যেমন পাইলটের চাপ কমবে তেমন যুদ্ধকালীন পরিস্থিতি তে পাইলটের ব্যাপক সুবিধা দেবে। এছাড়া আমকা(AMCA) বিমানে থাকছে সর্বাধুনিক ডাটা ফিউসান ব্যাবস্থা। পাইলটের কি করা উচিত তাও বলে দেবে বিমান। আপনি ম্যাপ এ কোন কোন স্থানে বম্বিং করতে চান বলে দিলে বিমান নিজেই তা করে দেবে। ভাবতেই পারছেন কতটা ভয়ানক হতে পারে এই বিমান।

No comments: