Saturday, 25 June 2016

kornet anti tank guided missile(ATGM)

                                               ★kornet anti tank guided missile(ATGM)★
. মিসাইলটি রাশিয়ার তৈরী, এই মিসাইলটি বর্তমানে সেরা এন্টি ট্যাংক মিসাইল গুলোর একটি। এটির ওজন ২৭ কেজি। এটির বিভিন্ন ভার্সন রয়েছে। ভার্সন অনুসারে মিসাইলগুলোর রেন্জ একেক রকম। এটির সর্বনিম্ন রেন্জ ১০০ মিটার এবং সর্বোচ্চ রেন্জ ১০ হাজার মিটার। অর্থ্যাৎ ১০ কি.মি। উল্লেখ্য, ইরাক যুদ্ধে ইরাকি বাহীনি আমেরিকার বিরুদ্ধে এইগুলো ব্যবহার করে। এছাড়াও লেবানন যুদ্ধেও এই মিসাইলগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়।

No comments: