Tuesday, 14 June 2016

কালিবার হচ্ছে রাশিয়ার তৈরী অত্যাধুনিক ক্রুজমিসাইল। এটির ন্যাটো রিপোর্টিং নেম সিজলার

কালিবার হচ্ছে রাশিয়ার তৈরী অত্যাধুনিক ক্রুজ মিসাইল। এটির ন্যাটো রিপোর্টিং নেম সিজলার। এটির বিভিন্নভার্সন রয়েছে তবে বর্তমানে সিরিয়ায় যে ভার্সন ব্যাবহার করা হয়েছে তার নাম 3M-14/3M-14T এবং এটির রেঞ্জ প্রায় ২৫০০ কিলোমিটার। এই মিসাইলগুলোর ডিজাইন করেছে নোভাটর ডিজাইন ব্যুরো এবং এরা সর্বপ্রথম সার্ভিসে আসে ২০১২ সালে। এধরণের প্রতিটি মিসাইলের ওজন প্রায় ২৩০০ কেজি এবং এরা প্রায় ৫০০ কেজি ওজনের কনভেনসনাল বা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। এরা সর্বোচ্চ মাক ২.৯ গতিতে এবং প্রায় ১০০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। এদের গাইডেন্স সিস্টেম হিসাবে রয়েছে ইনারশিয়াল গাইডেন্স, টার্মিনাল আ্যাকটিভ রাডার হোমিং বাই স্যাটালাইট, ডিএসএমএসি। রাশিয়া আইএসের বিরুদ্ধে এটি ব্যাপক হারে ব্যাবহার করেছে এবং রাশিয়া সিরিয়ায় এখনও পর্যন্ত প্রায় ১১টি লক্ষবস্তুতে ২৬ টি কালিবার এম নিক্ষেপ করেছে এবং মিসাইলগুলোর প্রত্যেকটি সফল ভাবে টার্গেটকে হিট করেছে। মিসাইল গুলো কাস্পিয়ান সাগরে থাকা রাশিয়ান যুদ্ধজাহাজ থেকে লঞ্চ করা হয় এবং এরা ইরাক, ইরানের আকাশ পথে প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সফল ভাবে শত্রুুর স্থাপনাগুলোতে আঘাত করেছে। প্রকাশিত তথ্যমতে ২৬ টি মিসাইল নিক্ষেপের কথা বললেও রাশিয়া মাত্র ৬ টি মিসাইল নিক্ষেপের ভিডিও প্রকাশ করেছে। এছাড়াও ৯ ডিসেম্বর ২০১৫ সালে কিলো ক্লাস সাবমেরিন থেকে যে মিসাইলটি সিরিয়ার উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় ঐ মিসাইলটিও ছিল কালিবারের সাবমেরিন ভার্সন

No comments: