Wednesday, 15 June 2016

পূর্ব চিন সাগরের কাছে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে।

পূর্ব চিন সাগরের কাছে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া ওই এলাকায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছে। এমনটাই দাবি করেছেন চিনের সামরিক বিশেষজ্ঞ দিউ ওয়েংলং। তিনি বলেন, গত শনিবার থেকে দিয়াউয়ু দ্বীপপুঞ্জে এই তিন দেশ যে সামরিক মহড়া শুরু করেছে তাতে সেখানকার সমুদ্র ও আকাশসীমার পরিস্থিতি আরও খারাপ হবে। দিয়াউয়ু দ্বীপপুঞ্জকে জাপান সেনকাকু বলে থাকে। তিন দেশের এই মহড়ায় সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রপাতি ব্যবহার করা হবে। সামরিক সূত্রগুলি বলছে, মহড়ায় সাবমেরিন শনাক্ত করার জাহাজ ব্যবহার করছে জাপান। এই প্রসঙ্গে চিনা সামরিক বিশেষজ্ঞ ওয়েংলং বলেন, তিন দেশের এসব উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহারের কারণে মনে করা হচ্ছে- তারা এই এলাকায় সংঘর্ষ সৃষ্টি করতে চাইছে। এছাড়া, তিন দেশের সামরিক মহড়া সমুদ্র উপকূলে চিনের সামরিক কর্মকাণ্ডের জন্য হুমকি। সূত্র :kolkata 24 * 7

No comments: