Saturday, 18 June 2016

আইএনএস অরিন্দম এর ফায়ার পাওয়ার আইএনএস আরিহান্ত এর দ্বিগুণ হবে।

আইএনএস অরিন্দম এর ফায়ার পাওয়ার আইএনএস আরিহান্ত এর দ্বিগুণ হবে। এতে ২৪টি ৭৫০কিমি পাল্লার কে-১৫ এসএলবিএম অথবা ৮টি ৩৫০০কিমি পাল্লার কে-৪ এসএলবিএম থাকবে। এছাড়া ৬টি ৫৩৩মিঃমিঃ টর্পেডো টিউব থাকবে যাতে ৩০টি ডেপ্থ চার্জার, টর্পেডো অথবা ব্রাহমোস এন্টিশিপ মিসাইল থাকতে পারবে। জলের সর্বোচ্চ ৩০০মিটার গভিরতা দিয়ে যেতে পারে। জলের উপর সর্বোচ্চ ২৪কিমি প্রতি ঘন্টা, জলের নিচে ৪৪কিমি প্রতি ঘন্টার গতীবেগে চলতে পারে। সবমেরিনের রোঞ্জ আনলিমিটেড। শুধু ক্রুদের খাবার ও রসদ নিতে এটি জলের উপরে আসবে। ২০১৮সালে এটি সার্ভিসে আসবে।

No comments: