রাশিয়ায় বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিচালিত আইসব্রেকার উদ্বোধন
রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গ শহরের বাল্টিক শিপইয়ার্ডে বিশ্বের বৃহত্তম পরমানু শক্তি চালিত আইসব্রেকার-আর্কটিকা’র উদ্বোধন করা গত ১৬ জুন ২০১৬। রুশ রাস্ট্রিয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রোসাটমের অর্ডারের ভিত্তিতে আইসব্রেকারটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রোসাটমের প্রধান নির্বাহী সের্গেই কিরিয়েনকাসহ ঊর্ধ্বতন রুশ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কিরিয়েনকা জনান যে ২০১৭ সাল নাগাদ আর্কটিকা রোসাটমের আইসব্রেকার বহর-রোসাটমফ্লোট-এ যুক্ত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, জাতীয় প্রতিরক্ষা এবং আর্কটিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে আইসব্রেকারটি বিশেষ ভুমিকা রাখবে।
আর্কটিকা উত্তর সমুদ্র রুটে সরাবছর ধরে জাহাজ চলাচল সুবিধা নিশ্চিত করবে এবং এশীয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানী সরবরাহে সহায়তা করবে।
২০১৩ সালে আইসব্রেকারটির নির্মাণ কাজ শুরু হয়। ১৭৩.২৮ মিটার দীর্ঘ এবং ৩৪ মিটার প্রশস্থ জাহাজটি দুইটি আরআইটিএম-২০০ পারমাণবিক রিয়্যাক্টরের সাহায্যে পরিচালিত হবে। ডাবল-ড্রাফট নকশার ভিত্তিতে নির্মিত জাহাজটি আর্কটিক অঞ্চল এবং মেরুঅঞ্চলীয় নদীগুলোর মোহনায় ব্যবহার করা সম্ভব হবে। বরফ কিংবা জলতে জাহাজ টেনে নেয়া এবং উদ্ধার কার্য পরিচালনায় আইসব্রেকারটি ব্যবহার করা যাবে। আর্কটিকা ২.৯ মিটার পুরূ বরফের মধ্যদিয়ে চলাচল করতে সক্ষম। আইসব্রেকারটিতে পরমাণু শক্তি চালিত দু’টি জল বিশুদ্ধকরণ ইউনিটও থাকবে।

No comments:
Post a Comment