★★★Dogo★★★
ডোগো ইসরায়েল এর নতুন রোবোটিক ওয়েপন কমব্যাট। যা কিনা পাহাড়, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে। এটি ব্যবহারের ফলে ইজরায়েল এর ডিফেন্সে নতুন মাত্রা যোগ হয়েছে।
এটির ৬ টি ক্যামেরা বিশিষ্ট ওয়েপন রোবট। ৪ টি ক্যামেরা ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ব্যবহার করা হয়েছে, ফলে চারদিক দেখা যাবে, আর বাকি ২ টি ক্যামেরা টার্গেটে গুলি করতে ব্যবহার করা হবে। এটি একটানা ৪ থেকে ৫ ঘন্টা চার্জে চলবে। এটি প্রতি ২ সেকেন্ডে ৫ রাউন্ড গুলি চালাতে সক্ষম। এটি কেবল ইজরায়েল এর স্পেশাল ফোর্স এবং সোয়াট (SWAT) ব্যবহার করতে পারবে। এটি ওয়াটার প্রুপ। এটি 9mm গুলি চালাতে সক্ষম। তাই বলা যায় যে, কোনো স্পেশাল অপারেশনে গুরুত্ব পুর্ন ভুমিকা রাখবে। 


No comments:
Post a Comment