__________ভারতের সাবমেরিন বহর_________
**সাবমেরিনকে যেকোনো নৌসেনার মেরুদন্ড বলা হয় l তাই কোনো নৌসেনার শক্তিশালী সাবমেরিন বহর থাকা খুবই দরকার l **এই মুহূর্তে ভারতের কাছে মোট 14টি সাবমেরিন আছে l 14 টি সাবমেরিনের মধ্যে ভারতের কাছে 1টি আকুল ক্লাস পরমাণু সাবমেরিন আছে যা কিনা রাশিয়া থেকে 10 বছরে জন্য লিজে নেওয়া হয়েছে l এছাড়া নয়টি সিন্ধুঘোটক ক্লাস এ্যাটাক সাবমেরিন আছে যা কি রাশিয়া থেকে নেয়া হয়েছে l ও 4টি শিশুমার ক্লাস সাবমেরিন আছে যা কি জার্মানি থেকে কেনা l ঐ সাবমেরিন গুলো দিয়ে পাকিস্তানের মতো দুর্বল রাষ্ট্রকে নিমেষে শেষ করে দেওয়া যায় কিনতু চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকানো সম্ভব না l **তাই ভারতীয় নৌবাহিনী তাদের সাবমেরিন বহরকে বড় ও উন্নত করতে একাধিক পরিকল্পনা নিয়েছে যা 2014 সালে মোদী সরকার আশার পর আরো গতি পায় l ভবিষ্যতে বিভিন্ন প্রজেক্ট : 1.ভারতীয় নৌবাহিনীর সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট হল স্বদেশী প্রযুক্তিতে তৈরি অরিহন্ত ক্লাস পরমানবিক সাবমেরিন যা কিনা ব্যলেসটিক মিসাইল ছুড়তে সক্ষম হবে l মোট 6টি ঐ ধরণের সাবমেরিন বানানোর পরিকল্পনা আছে নৌবাহিনীর l ইতিমধ্যেই ঐ ক্লাসের আইএনস অরিহন্ত খুব শীঘ্রই যুক্ত হবে ও ঐ ক্লাস এর আর এক সাবমেরিন আইএনস অরিধামান সি ট্রায়াল এর জন্য রেডি হচেছ l একটি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী ভারতের ঐ পারমাণবিক সাবমেরিন চীনা পারমাণবিক সাবমেরিনের তুলনায় অনেক আধুনিক ও শক্তিশালী l 2.এছাড়াও আরো 6টি পারমাণবিক শক্তি দ্বারা চালিত সাবমেরিন বানানোর পরিকল্পনা আছে l 3.ভারতীয় নৌবাহিনী নিজের দেশেই 6টি কাবেরী ক্লাস এ্যাটাক সাবমেরিন বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে l এর মধ্যে একটি সি ট্রায়ালে আছে যা কিনা এবছর যুক্ত হবে l বাকি 5টি তৈরি হচেছ ও ভবিষ্যতে আরো 3টি বানানোর পরিকল্পনা আছে নেভীর l 4.এছাড়া 2014 সালে মোট 6টি প্রজেক্ট 75I-ক্লাস অত্যাধুনিক সাবমেরিন বানানোর পরিকল্পনা আছে যা কিনা খুব শীঘ্রই শুরু হবে l 5.এছাড়াও দুটি মিডগেট সাবমেরিন বানাবে ভারত l 6.ভারত রাশিয়া হতে আরো একটি আকুলা ক্লাস সাবমেরিন লিজে নেওয়ার কথা চলছে l **ভবিষ্যত ঐ পরিকল্পনা গুলি বাস্তবায়িত হলে ভারতীয় নৌসেনা দুনিয়ার অন্যতম সেরা শক্তিশালী নৌসেনা হবে বলে মত বিশেষজ্ঞদের l
**সাবমেরিনকে যেকোনো নৌসেনার মেরুদন্ড বলা হয় l তাই কোনো নৌসেনার শক্তিশালী সাবমেরিন বহর থাকা খুবই দরকার l **এই মুহূর্তে ভারতের কাছে মোট 14টি সাবমেরিন আছে l 14 টি সাবমেরিনের মধ্যে ভারতের কাছে 1টি আকুল ক্লাস পরমাণু সাবমেরিন আছে যা কিনা রাশিয়া থেকে 10 বছরে জন্য লিজে নেওয়া হয়েছে l এছাড়া নয়টি সিন্ধুঘোটক ক্লাস এ্যাটাক সাবমেরিন আছে যা কি রাশিয়া থেকে নেয়া হয়েছে l ও 4টি শিশুমার ক্লাস সাবমেরিন আছে যা কি জার্মানি থেকে কেনা l ঐ সাবমেরিন গুলো দিয়ে পাকিস্তানের মতো দুর্বল রাষ্ট্রকে নিমেষে শেষ করে দেওয়া যায় কিনতু চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ঠেকানো সম্ভব না l **তাই ভারতীয় নৌবাহিনী তাদের সাবমেরিন বহরকে বড় ও উন্নত করতে একাধিক পরিকল্পনা নিয়েছে যা 2014 সালে মোদী সরকার আশার পর আরো গতি পায় l ভবিষ্যতে বিভিন্ন প্রজেক্ট : 1.ভারতীয় নৌবাহিনীর সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট হল স্বদেশী প্রযুক্তিতে তৈরি অরিহন্ত ক্লাস পরমানবিক সাবমেরিন যা কিনা ব্যলেসটিক মিসাইল ছুড়তে সক্ষম হবে l মোট 6টি ঐ ধরণের সাবমেরিন বানানোর পরিকল্পনা আছে নৌবাহিনীর l ইতিমধ্যেই ঐ ক্লাসের আইএনস অরিহন্ত খুব শীঘ্রই যুক্ত হবে ও ঐ ক্লাস এর আর এক সাবমেরিন আইএনস অরিধামান সি ট্রায়াল এর জন্য রেডি হচেছ l একটি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী ভারতের ঐ পারমাণবিক সাবমেরিন চীনা পারমাণবিক সাবমেরিনের তুলনায় অনেক আধুনিক ও শক্তিশালী l 2.এছাড়াও আরো 6টি পারমাণবিক শক্তি দ্বারা চালিত সাবমেরিন বানানোর পরিকল্পনা আছে l 3.ভারতীয় নৌবাহিনী নিজের দেশেই 6টি কাবেরী ক্লাস এ্যাটাক সাবমেরিন বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে l এর মধ্যে একটি সি ট্রায়ালে আছে যা কিনা এবছর যুক্ত হবে l বাকি 5টি তৈরি হচেছ ও ভবিষ্যতে আরো 3টি বানানোর পরিকল্পনা আছে নেভীর l 4.এছাড়া 2014 সালে মোট 6টি প্রজেক্ট 75I-ক্লাস অত্যাধুনিক সাবমেরিন বানানোর পরিকল্পনা আছে যা কিনা খুব শীঘ্রই শুরু হবে l 5.এছাড়াও দুটি মিডগেট সাবমেরিন বানাবে ভারত l 6.ভারত রাশিয়া হতে আরো একটি আকুলা ক্লাস সাবমেরিন লিজে নেওয়ার কথা চলছে l **ভবিষ্যত ঐ পরিকল্পনা গুলি বাস্তবায়িত হলে ভারতীয় নৌসেনা দুনিয়ার অন্যতম সেরা শক্তিশালী নৌসেনা হবে বলে মত বিশেষজ্ঞদের l

No comments:
Post a Comment