Sunday, 5 June 2016

ডিএসআর প্রিসিসন ডিএসআর স্নাইপার রাইফেল:

ডিএসআর প্রিসিসন ডিএসআর স্নাইপার রাইফেল: সবথেকে দূরপাল্লার ও এখনও পর্যন্ত সবথেকে নিখুঁত নিশানায় আঘাট হানতেসক্ষম এই স্নাইপারের জুড়ি আর একটাও নেই। এটি জার্মানিতে তৈরি। এই অসাধারণ বন্দুকটিতে বাড়তি বুলেট ও ম্যাগাজিনের জন্য আলাদা একটি হোল্ডার রয়েছে। যার জন্য একবার গুলি চালানো হয়ে গেলেও পরের বার রিলোড করতে বেশি সময় লাগে না। বিশ্বের সবথেকে খতরনাক এই বন্দুকের ক্যালিবার সাইজ ৭.৬২x৫১ এমএম ও ৬৬০ এমএম

No comments: