Monday, 6 June 2016

ব্রমোস এর মালিক হতে চলেছে ভিয়েতনাম

চীনের রক্তচাপ বাড়িয়ে পৃথিবী সবথেকে দ্রুত ও ভয়ংকর এন্টি শিফ ক্রজ মিসাইল ব্রমোস এর মালিক হতে চলেছে ভিয়েতনাম। ২০১৪সাল থেকেই ব্রমোস মিসাইল টি ভারত ও রাশিয়ার বন্ধুরাস্ত্র গুলোতে বিক্রির চিন্তা ভাবনা চলছিল যার প্রথম সৌভাগ্যবান ক্রেতা হতে চলেছে ভিয়েতনাম। এর ফলে যেমন ভারতের অস্ত্র রপ্তানির বাজারে একটি মাইল ফলক পোঁতা হবে সাথে দক্ষিন চীন সাগরে বেড়ে চলা বিবাদে প্রবল চাপে পড়বে চীন।

No comments: