Monday, 6 June 2016

HAL এর তৈরী বেসিক ট্রেইনার HTT-40

May 31 সকালে 8:20 মিনিটে সফল ভাবে আকাশে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে , HAL এর তৈরী বেসিক ট্রেইনার এবং এরোবেটিকস বিমান HTT-40 ।HAL এর টেস্ট পাইলট, রিটায়ার্ড গ্রুপ ক্যাপটেন স্রুব্রামেনিয়ামHTT-40 কে সফল ভাবে টেক অফ করায় এবং টানা 30 মিনিট আকাশে ওড়ায় ।তিনি বলেন ,সব কিছু রুটিন অনুসারেই হয়েছিল ,যদিও আমি আকাশে এক্সট্রা কোনও ম্যানুভার স্টান্ট করার চেস্টা করিনি , তবে এটি নতুন স্টুডেন্ট দের জন্য খুবই কমফর্টেবল একটি বিমান হতে চলছে।এটির সর্বোচ্চ গতি 600 km/h ,এটিতে প্রশিক্ষনের জন্য একটি গান ,এবং ডানায় হার্ডপয়েন্টে রকেট এবং গ্রাভীটি বম্ব রাখা যায় ।

No comments: