Jun 1 ভারতীয় নেভীর নতুন বস হলেন , এডমিরাল সুনীল লান্বা ।এক্স এডমিরাল রবিন কুমার ধাওয়ান অবসর নিলে,তিনি প্রধান হিসেবে নিয়োজিত হন।58 বছর বয়সী সুনীল লান্বা,ভারতীয় নেভীর একজন নেভীগেশন এক্সপার্ট,তিনি তার কর্মজীবনে অনেক যুদ্ধ জাহাজের সাথেই ছিলেন ।তবে সবচেয়ে উল্লেখ যোগ্য হল , ভারতীয় নেভীর দুই ফ্রান্ট লাইন ডেসট্রয়ার রনবীজয় এবং মুম্বাইকে তিনি লিড করেছেন ,তাছাড়া এয়ারক্রাফট ক্যারীয়ার বিরাটের এক্সিকিউটিভ অফিসার হিসেবেও ছিলেন।আশা করবো,তার পদে থাকা কালীন কর্মজীবনে , তিনি ভারতীয় নেভীকে আরও গৌরবময় করবেন ।

No comments:
Post a Comment