র'-এর কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন
অপারেশন স্মাইলিং বুদ্ধা : 'র'-এর দেওয়া ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক অস্ত্র প্রোগ্রামের কোড নেম। ১৯৭৪ সালের ১৮ পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষার আগ পর্যন্ত গোপনীয়তা রক্ষা।
সিকিম দখল : ১৯৭৫ সালে 'র'-এর সহোযোগিতায় ভারতীয় বাহিনী সিকিম একীভূত করে।
কাহুটা ব্লু-প্রিন্ট ফাঁস : ১৯৭৮ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কাহুটা এলাকায় খান রিসার্চ ল্যাবরেটারিতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির খবর উদ্ধার করে 'র'। ল্যাবরেটারির কাছে তাদের পরিচালিত একটি নাপিতের দোকান থেকে সংগ্রহ করা চুলের স্যাম্পলে রেডিয়েশন পরীক্ষা করে তারা পাকিস্তানের পারমাণবিক গবেষণার অস্তিত্ব জানতে পারে।
মালদ্বীপ অভিযান : ২০০ তামিল গেরিলার হাতে দখল হয়ে যাওয়া মালদ্বীপকে সহায়তায় 'র' ও ভারতীয় বিমান বাহিনী একসঙ্গে অভিযান পরিচালনা করে।
শ্রীলঙ্কায় তামিল ট্রেনিং : আশির দশক ধরে 'র' শ্রীলঙ্কায় তামিলদের স্বাধীন রাষ্ট্রের জন্য উদ্বুদ্ধকরণ ট্রেনিং পরিচালনাসহ পরবর্তী সময়ে ভারতীয় বাহিনীর অভিযানে সহায়তা করে।
অপারেশন চাণক্য : পুরো নব্বইয়ের দশক ধরে কাশ্মীর উপত্যকায় আইএসআই ও তাদের ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের ধরতে এ অভিযান চালানো হয়।
এ ছাড়া আফগান গৃহযুদ্ধে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে নর্দার্ন অ্যালায়েন্সকে 'র' সহায়তা করে। যুক্তরাষ্ট্র পরিচালিত ওয়ার অন টেররে সক্রিয়ভাবে সিআইএ, মোসাদসহ অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার সঙ্গে অংশগ্রহণ।
২০১১ সালে পাকিস্তানের মেহেরান নৌ-ঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডারযুক্ত পাকিস্তানের একমাত্র আর্লি ওয়ার্নিং বিমান স্কোয়াড্রন ধ্বংস করা।

No comments:
Post a Comment