Sunday, 12 June 2016

ব্রেকিং_নিউজ

ব্রেকিং_নিউজ‬ . চন্দ্রায়ন এর পর মঙ্গলায়ন এর সাফল্য। মঙ্গলের দুই মেরুতে শুষ্ক বরফ এর অস্তিত্ব এর প্রমান করল ইসরো। ইসরো থেকে জানানো হয়েছে মার্স-অর্বিট-মিশন এ পাঠানো স্যটেলাইট অনেকগুলি ছবি পাঠিয়েছে। যার মধ্যে বেশ কিছু ছবি তে ১১০০বর্গ কিমি এলাকা জুড়ে বরফ পাওয়া গেছে। এর আগে চন্দ্রায়ন-১ স্যটেলাইট ও চাঁদে জলের উপস্থিতি প্রমাণ করে বিশ্ব কে তাক লাগিয়ে দিয়েছিল। এবার মঙ্গলায়ন এর সাফল্য ইসরোর আরো এক সাফল্যের মুকুট বৃদ্ধি করলো। জয় হিন্দ।

No comments: