আইআইটি কানপুরের ছাত্রছাত্রীরা মিলে দুটি মাল্টিফাংশনাল আনম্যান্ড এরিয়াল ভাইকল বা UAVs বানিয়েছে যা ভারতীয় সেনাবাহিনীর খুবই পছন্দ হয়েছে বলে জানা যাচ্ছে কারন বর্তমানে সেনাবাহিনী এই ধরনের যে ড্রোন ব্যবহার করে তাদের দাম পড়ে প্রায় ২কোটি মত কিন্তু আইআইটির ছাত্রদের বানানো ড্রোনের দাম পড়বে মাত্র ২০ থেকে ৩০লাখ টাকা মত।
আই আইটির ছাত্ররা প্রধানত দুই ধরনের UAVs বানিয়েছে। একধরনের ড্রোন ব্যবহার করতে রীতিমত লাগবে রানওয়ে তাই এই ড্রোন টির নাম দেওয়া হয়েছে স্বাতী ও অপর ধরনের ড্রোন যা হলো খুব হাল্কা ও সহজেই একজায়গা থেকে অপর জায়গায় বহন ও ব্যবহার করা সম্ভব হবে, তার নাম দিয়েছে অমিতা।

No comments:
Post a Comment