তথাকথিত সেক্যুলাররা বলে থাকেন, ইসলামিক ষ্টেট জঙ্গিরা ভারতবর্ষ দখল করতে চায় এ নিয়ে এতো উদ্বিগ্ন হওয়ার কি আছে? আমাদের এতো সুবিশাল সেনাবাহিনী আছে, তাদের হারিয়ে ইসলামিক ষ্টেট কখনই ভারতবর্ষ দখল করতে পারবে না।
কিন্তু মশাই, আপনি নিশ্চয় ইসলামিক ষ্টেটের বক্তব্য শোনেননি। তারা আবেদন করেছে সে দেশের মুসলমানরাই সেদেশে ইসলামিক গড়ে তুলুক। অতপরঃ ভারতবর্ষ থেকে ইতিমধ্যেই কয়েকশো যুবক সিরিয়া পাড়ি দিয়ে ধর্মযুদ্ধে অংশগ্রহন করেছে এবং কাশ্মীরে নিত্য আইসিসের পতাকা দেখা যাচ্ছে এবং কয়েক হাজার মুসলমান ধর্মযুদ্ধে নামার জন্য ছটফট করছে।
এরা তো আমাদের দেশেই রয়েছে। নিশ্চয় জানেন দেশের বাইরের শত্রুর সাথে মোকাবিলা করা সহজ কিন্তু দেশের অভ্যন্তরের শত্রুদের সাথে মোকাবিলা করা কঠিন। কারন তারা সহজেই হামলা চালিয়ে সাধারন জনসমাজে মিশে যেতে পারবে। সেখান থেকে তাদের খুঁজে বের করা কঠিন এবং গুলিযুদ্ধে সাধারন নাগরিকের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতএব, সামনে কঠিন চ্যালেঞ্জ। Via Biltu Mondal
No comments:
Post a Comment