দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষন এবং নিয়মানুবর্তীতারমধ্য দিয়ে মঙ্গল বার 312 জন ক্যাডেট NDA থেকে পাশ করে বেরিয়েছে।এদের মধ্য 211 জন আর্মির ,65 জন নেভীর এবং এয়ার ফোর্সের 36 জন ক্যাডেট রয়েছে।সমস্ত তিন পদক আর্মি থেকেই পেয়েছে।এবছর বন্ধু রাস্ট্র গুলির 14 জন NDA হতে পাশ করেছে ,এবছরের এরা :- ভুটান,তাজাকিস্থান,মায়ানমার,আফগানস্থান,কিরগিজস্থান,সুদান,পাপুয়া নিউ গিনি এবং টোঙ্গা হতে এসেছে।

No comments:
Post a Comment