ওপেন ওশিয়ান টার্গেটিং
আমেরিকা এবং রাশিয়া উভয় দেশেই এই নীতি অনুসরন করে থাকে।এই নীতির আওতায় এই দুই দেশই সকল ধরনের ব্যালিষ্টিক মিসাইল মহাসাগরের একটি নির্দিষ্ট এলাকায় টার্গেট করে রাখে।যাতে কোন কারনে দুর্ঘটনাবশত কোন ব্যালিষ্টিক মিসাইল উৎক্ষেপন হয়ে গেলে ওই স্থানেই পড়ে।এতে ক্ষয়ক্ষতির পরিমান অনেক কমে যাবে।

No comments:
Post a Comment