Sunday, 5 June 2016

UH-60 BlackHawk

★UH-60 BlackHawk★ . UH-60 BlackHawk এটি একটি অত্যাধুনিক ট্রান্সপোর্ট হেলিকপ্টার হিসেবে যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে এধরনের হেলিকপ্টার সার্ভিসে নিয়ে আসে। এটি ইউএস এর পাচ ধরনের সামরিক বাহিনী এটির বিভিন্ন ভার্সান ব্যবহার করে থাকে। কম আর বেশী পৃথিবীর বিভিন্ন দেশ এর নতুন ভার্সন S-70As ব্যবহার করে। জাপান, ফিলিপাইন, কলম্বিয়া, অস্ট্রলিয়া,সৌদিআরব, চিলি, লিবিয়া, ইসরায়েল ,এসব দেশ এধরনের হেলিকপ্টার স্পেশাল অপারেশনে ব্যবহার করার জন্য উপযোগী করে তুলেছে। যুক্তরাষ্ট্র এধরনের ১০০০ টি হেলিকপ্টার ব্যবহার করে এবং ৩৫০ টি বিক্রি করে ফেলে। ★একনজরে এর বৈশিষ্ট্যগুলো হলো : প্রস্তুতকারক : মার্কিন যুক্তরাষ্ট্র *দৈঘ্য : ১৯.৭৬ মি *উচ্চতা : ৫.১৩ মি *খালি অবস্থায় : ৫.২ টন *লোড অবস্থায় : ১১.১ টন *ক্রু : ২ জন * সিলিং সার্ভিস : ৫.৮ কি.মি *গতি : ২৯৪ কি.মি * রেঞ্জ : ৫৮৪ কি মি *উড্ডয়ন ক্ষমতা : ২ ঘন্টা * হার্ডপয়েন্ট : ৪ টি * টর্পেডো বহনযোগ্য : ১২ টি * মেশিন গান M240H machine guns GAU-19 gatling guns * রকেট Hydra70 * ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র AGM-114 Hellfire

No comments: