Sunday, 5 June 2016

আবেদীতে অবস্থিত ভারতের হেভি ভেহিকেল ফ্যাক্টরি ( HVF) তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করেছে

আবেদীতে অবস্থিত ভারতের হেভি ভেহিকেল ফ্যাক্টরি ( HVF) তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করেছে ,ভারতীয় আর্মির দানব ARJUN MK-2 এর জন্য ।বর্তমানে এখানে T-90 এবং ARJUN MK-1 MBT গুলি বানানো হচ্ছে এবং খুব শীঘ্রই আর্মি থেকে ফাইনাল ক্লিয়ারেন্স আসবে ARJUN MK-2 এর জন্য ,তাই তারা ক্যাপাসিটি বৃদ্ধি করলো।বর্তমানে তাদের বাজেট 60 শতাংস বৃদ্ধিকরে ₹2300 কোটি দাড়িয়েছে এটি খুব শীঘ্রই ₹3000 কোটিতে পৌছবে ।মরুভূমি তে যুদ্ধ নিজের পক্ষে নিয়ে আসার জন্য , ARJUN MK-2 একটি অসাধারন মেশিন ।এর শক্তিশালি ইঞ্জিন,অসাধারন ম্যানুভারিটি,ধংসাত্মক ফায়ার পাওয়ার একে যে কোন চ্যালেঞ্জ জিতে নেওয়ার ক্ষমতা প্রদান করে ।আর্মি প্রাথমিক পর্যায়ে 118 টি ARJUN MK-2 অর্ডার দিয়েছে ।

No comments: