Sunday, 5 June 2016

সাবমেরিনের ব্যবহারযোগ্য সংস্করণ নাম "Takshak"

কিছুদিন আগেই আমাদের নেভীর দুই নতুন যোদ্ধা কনভেনশনাল Kalavari ক্লাসের ডিজেল সাবমেরিন এবং নিউক্লিয়ার Arihant ক্লাসের সাবমেরিনের জন্য 98টি ইটালিয়ান হেভি ওয়েট ব্ল্যাক সার্ক টর্পেডো কেনার চুক্তি বাতিল হওয়ায় নেভী বেশ সমস্যায় পড়ে যায়।কিন্তু সুখবর যে টর্পেডো কেনার জন্য ইটালির দরকার নেই।DRDO আছে তো।DRDO ভারতীয় নৌবাহিনীর জন্য "বরুণাস্ত্র" (Varunastra) হেভি ওয়েট টর্পেডো (HWT) সফলভাবে পরীক্ষা করেছে।যা খুব সম্ভবত এই বছরের শেষ নাগাদ সার্ভিসে প্রবেশ করতে পারবে।এটির সাবমেরিনের ব্যবহারযোগ্য সংস্করণ নাম "Takshak"। এই স্বয়ংক্রিয় টর্পেডোটির পাল্লা 40 কিলোমিটার এবং জলের তলায় 400 মিটার গভীরতা থেকে ছোড়া যায়। একটি Takshak হেভি ওয়েট টর্পেডোর ওজন প্রায় 1টন প্রতিটি 250 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে।জলের ভিতর গতিবেগ ঘন্টায় 40 knots...।।‪

No comments: