RAH-66 Commanchi
আমেরিকার অন্যতম উচ্চাভিলাষী চেষ্টা যা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখতে পারে নি।
১৯৯৬ সালে বোয়িং এবং সিকরস্কি যৌথ ভাবে এই এটাক তথা রিকন হেলিকপ্টার টি ডেভেলপ করে। যুদ্ধ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রয়োজন মতে আক্রমণ করা ছিল এটির প্রধান কাজ,আর এটি প্রথম স্টেলথ হেলিকপ্টার তৈরীর প্রচেষ্টাও বটে। সাধারণ হেলিকপ্টার থেকে অনেক বেশি উন্নত প্রযুক্তি ব্যাবহার করা করা হয়েছিল।এতে গ্যাটলিং ক্যানন, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড মিসাইল রয়েছে, মিসাইল ইন্টারনাল বে তে থাকে। অভাবনীয় ৬.৯ বিলিয়ন ডলার খরচ করার পর প্রজেক্ট টি বাতিল করে আমেরিকান সরকার। মোট ২টি প্রটোটাইপ বানানো হয় যা এখন মিলিটারি মিউজিয়ামে আছে। এটি এমন একটি হেলি যা ছিল সময় থেকে এগিয়ে।

No comments:
Post a Comment