Thursday, 9 June 2016

আপনি জানেন কি ?

আপনি জানেন কি ? খাদ্যের বিনিময়ে ফুটবলের দেশ আর্জেন্টিনা রাশিয়ার কাছ থেকে SU-24 যুদ্ধবিমান লিজ নিতে চেয়েছিল।২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়ার উপর EU একের পর এক নিষেধাজ্ঞা জারি করে।এর পরিপ্রেক্ষিতে EU ভুক্ত দেশগুলো রাশিয়ায় খাদ্য রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়।তাই খাদ্য যোগান ঠিক রাখতে তারা আর্জেন্টিনার সাথে একটা চুক্তি স্বাক্ষর করে।রাশিয়া বিশেষত গো মাংসের ও অন্য ডেইরি প্রোডাক্ট আমদানি করতে চায় আর্জেন্টিনা থেকে । উল্লেখ্য,আর্জেন্টিনা বিশ্বের অন্যতম বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ।তখন আর্জেন্টিনা চেয়েছিল যে খাদ্য রপ্তানি বাবদ রাশিয়া থেকে অর্থের পরিবর্তে ১২ টা যুদ্ধবিমান লিজ নিবে।তবে দুঃখের ব্যাপার আলোচনা বেশিদূর গড়ায়নি নানা জটিলতায়। পাদটিকাঃ "কাজের বিনিময়ে খাদ্য" ‪#‎ Air_stryker‬ Link  www.defensenews.com/story/defense/air-space/strike/2014/12/30/russia-argentina-jets-food/21045405/

No comments: