ব্রেকিং_নিউজ
.
৪০টি এভেঞ্জার ড্রোন কেনার জন্য ভারত আমেরিকার সাথে আলোচনা করছে। এভেঞ্জার হল প্রেডিটর-সি ড্রোন যা পৃথিবীর সবচেয়ে আধুনিক ড্রোন। ফ্রি-ফলিং বোম্ব বা এয়ার টু গ্রাউন্ড মিসাইল সবই এর মাধ্যমে ব্যবহার করা যায়। এটি অত্যন্ত স্টেলথ ড্রোন। উল্লেখ এই সমস্ত ড্রোনের মধ্যমে দীর্ঘ দিন আমেরিকা পাকিস্তানের উপর হানা চালায় ও পাকিস্তানের রেডার তাকে ট্রাক করতে অক্ষম হয় প্রতিবার। সব থেকে বড় সুবিধা হল একে স্যটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

No comments:
Post a Comment