যারা "2012" মুভি টি দেখেছেন তাদের অনেকের হয়তোবা মনে আছে ছবির শেষের দিকে দেখানো বিশালাকার বিমানটির কথা, বিমানটি কিন্তু অবাস্তব কিছু না বরং বাস্তব এক ইঞ্জিনিয়ারিং আশ্চর্য। এর নাম এন্টোনভ এন-২২৫, তৈরী প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ইউক্রেন এ, প্রথম দিকে একে সামরিক ক্ষেত্রে ব্যাবহার করা হলেও এখন বেসামরিক কাজে ব্যাবহৃত হচ্ছে। বলে রাখা ভাল এটি বিশ্বের সবচেয়ে বড় বিমান এবং একটি মাত্র তৈরী করা হয়েছে। এই দানবটি ন্যাটো নাম "কোস্যাক" আর রাশিয়ান ডাক নাম "ম্রিয়া" যার মানে শপ্ন। এটি তৈরীর প্রধান লক্ষ্য ছিল সোভিয়েত মহাকাশযান "বুড়ান"কে পরিবহণ করা, ছয় জন ক্রু নিয়ে "ম্রিয়া" ৬৪০,০০০ কেজি পরিবহণ করতে সক্ষম এবং গতি ৮৫০ কি.মি প্রতি ঘণ্টা, পরিশেষে বলা যায় যে "ম্রিয়া" সোভিয়েত ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্যের অন্যতম উদাহরণ।

No comments:
Post a Comment