Sunday, 5 June 2016

এরা হল হিজাবুল মুজাহিদিন জঙ্গী

*** ছবিটা ভালো করে দেখুন ,এখানে আর্মড অবস্থায় যাদের দেখা যাচ্ছে,তাদের ক্যামোটা অনেকটা ভারতীয় আর্মির মতো,বাট এরা হল হিজাবুল মুজাহিদিন জঙ্গী গোস্ঠির টপ কমান্ডার , এবং এদের মধ্য অধিকাংশই আজ বেঁচে নেই।খেয়াল করে দেখবেন ,এবছরে হঠাত্ করেই জঙ্গী কার্যকলাপটা হঠাত্ বেড়ে গেছিল , অবশ্য শেষ হাসি বীররাই হাসে , ভারতীয় আর্মির এবছরের অপারেশন সার্চ লাইটে , জানুয়ারী মাস থেকে আজ অবদি 54 টি জঙ্গী এনকাউন্টার হয়েছে।আর এই সব জঙ্গীরা হল , পাকিস্থানি মদতপুস্ট লস্কর ই তৈবা ও হিজাবুলের ।এই 54 জনের মধ্য আবার 10 জন হল ,জঙ্গী গোস্ঠিগুলির টপ কমান্ডার ।আপনি ভাবতে পারবেন না এরা কতটা মারাত্মক হয় , পাকিস্থানি ISI এদের রিতীমত স্পেশাল ফোর্স দের মতো ট্রেন্ড করে , উন্নত মানের গ্যাজেট দেয় ।তবে কথায় আছে না ,বাপের ও বাপ থাকে , তা এদের সবার বাপ হল ভারতীয় আর্মি ,এরা বড় কিছু করার আগেই তারা জান্নতগামী হয় । জেনে খুশি হবেন অপারেশন সার্চলাইট এখোনো চলছে ‪

No comments: