ব্রেকিং_নিউজ| চেন্নাইয়ে উপকূলরক্ষীদের যৌথ মহড়ায় দক্ষিণ কোরিয়া।
.
বঙ্গোপসাগরের চেন্নাই উপকূলে ভারত ও দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী বাহিনীর যৌথ মহড়া শুরু হতে চলেছে৷ জুন মাসের ৮ তারিখ থেকে শুরু হবে এই মহড়া৷ যৌথ অভিযানের উদ্দেশ্য, দুদেশের বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা৷ এছাড়া উভয় দেশের অভিজ্ঞতার ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনীকে মজবুত করাও এই মহড়ার অন্যতম লক্ষ্য৷
.
জানা গিয়েছে, ৮-১১ জুনের এই মহড়ায় অংশ নিতে চেন্নাই বন্দরে আসছে দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী বাহিনীর জাহাজ নং ৩০০৯৷ মহড়ায় উপস্থিত থাকবেন ভারতে উপকূলরক্ষী বাহিনীর অধিকর্তা রাজেন্দ্র সিং ও দক্ষিণ কোরীয় উপকূলরক্ষী বাহিনীর কমিশনার জেনারেল হংগল্ক তে৷ এই যৌথ মহড়ার মধ্যে থাকছে জলদস্যু মোকাবিলা, দুর্গত পরিত্রাণ এবং অগ্নি-নির্বাপণ৷এছাড়া, ৯ জুন দুদেশের উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ভলিবল ম্যাচ হওয়ারও কথা৷

No comments:
Post a Comment