এস -৫০০ স্যাম মিসাইল সিস্টেমঃ
এস -৫০০ হল রাশিয়ার পরবর্তী প্রজন্মের সার্ফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম।সার্ভিসে আসার পর এটিই হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী SAM মিসাইল সিস্টেম । S-500 মিসাইল সিস্টেম টি এর আগের S-400 এর একটি আপগ্রেড ভার্সন। S-500 মিসাইল সিস্টেম এর সামনে কোন স্টেলথ বিমানই আর স্টেলথ থাকবেনা না কারণ এর শক্তিশালী রাডার বাবস্থায় আকাশে উড্ডয়ন রত সবকিছুই এটি Detect করতে পারে, এবং ধব্বংস করে দিতে পারে।এটির মাধ্যমে রাশিয়া তারকা যুদ্বের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।এর কতটুকু কার্যকর তা বলার প্রয়োজন নাই,কেননা এই স্যাম সিস্টেমের আগের ভার্সনে তা প্রমানিত হয়েছে । যেমন, এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের শ্রেষ্ট স্টেলথ এয়ারক্রাফট আমেরিকার f-22 ও B-2 এই স্যাম এর আগের ভার্সন এস-৪০০ মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবেনা। সুতরাং বুঝাই যাচ্ছে এস-৫০০ কার্যক্ষমতা আগের ভার্সন গুলো থেকে অনেক গুন বেশি হবে। এমনকি বলা হয়,একটি মাছিও এই মিসাইল সিস্টেমের নজর থেকে এড়িয়ে যেতে পারবেনা। এটিতে মোট ৪ টি মিসাইল থাকবে এবং এর প্রতিটি তে এক ভিন্ন ক্ষমতা রয়েছে। এই মিসাইল গুলোর প্রতিটিরগতি সেকেন্ডে ৫ কি মি।ঘন্টায় প্রায় ১৮০০০ কি মি ।এটি ১৮৫ কি মি উচ্চতায় যেকোন টার্গেটকে ধব্বংস করে দিতে পারবে। বিভিন্ন উত্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী , এস -৫০০ হবে নতুন পঞ্চম প্রজন্মের জেনিথ রকেট ব্যবস্থা, তাতে ব্যালিস্টিক ও আকাশে গতিময় লক্ষ্য ধ্বংস করার জন্য একটি আলাদা করে সমাধানের নীতি নেওয়া হতে পারে. এই ব্যবস্থার প্রধান কাজ – মাঝারি পাল্লার রকেটেরযুদ্ধাস্ত্রের সঙ্গে লড়াই, আর প্রয়োজনে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক রকেটের উড়ানের শেষ অংশে ও কিছু ক্ষেত্রে মাঝামাঝি জায়গাতেই ধ্বংসকরার ক্ষমতা. সম্ভবতঃ, এস – ৫০০ বর্তমানে থাকা এস- ৪০০ “ট্রায়াম্ফ” ব্যবস্থার চেয়ে আরও ঘনসন্নিবদ্ধ ও গতিশীল হতে পারবে. এস – ৫০০ব্যবস্থা পাবে খুবই শক্তিশালী রাডার ব্যবস্থা, যা ৮০০ – ৯০০ কিলোমিটার দূরে লক্ষ্যকে নির্ণয় করতে পারবে,এই কথা উল্লেখ করে রাজনৈতিক ওসামরিক বিশ্লেষণ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর আলেকজান্ডার খ্রামচিখিন বলেছেন: “বলা যেতে পারে যে, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যবস্থা, যদি যা বলা হয়েছে, সেই বিষয় থেকেমন্তব্য করতে হয়. আর বলা হয়েছে যে, এইব্যবস্থা সমস্ত কিছুকেই ধ্বংস করতে সক্ষম, তার মধ্যে আন্তর্মহাদেশীয়রকেটের যুদ্ধ
এস -৫০০ হল রাশিয়ার পরবর্তী প্রজন্মের সার্ফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম।সার্ভিসে আসার পর এটিই হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী SAM মিসাইল সিস্টেম । S-500 মিসাইল সিস্টেম টি এর আগের S-400 এর একটি আপগ্রেড ভার্সন। S-500 মিসাইল সিস্টেম এর সামনে কোন স্টেলথ বিমানই আর স্টেলথ থাকবেনা না কারণ এর শক্তিশালী রাডার বাবস্থায় আকাশে উড্ডয়ন রত সবকিছুই এটি Detect করতে পারে, এবং ধব্বংস করে দিতে পারে।এটির মাধ্যমে রাশিয়া তারকা যুদ্বের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।এর কতটুকু কার্যকর তা বলার প্রয়োজন নাই,কেননা এই স্যাম সিস্টেমের আগের ভার্সনে তা প্রমানিত হয়েছে । যেমন, এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের শ্রেষ্ট স্টেলথ এয়ারক্রাফট আমেরিকার f-22 ও B-2 এই স্যাম এর আগের ভার্সন এস-৪০০ মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবেনা। সুতরাং বুঝাই যাচ্ছে এস-৫০০ কার্যক্ষমতা আগের ভার্সন গুলো থেকে অনেক গুন বেশি হবে। এমনকি বলা হয়,একটি মাছিও এই মিসাইল সিস্টেমের নজর থেকে এড়িয়ে যেতে পারবেনা। এটিতে মোট ৪ টি মিসাইল থাকবে এবং এর প্রতিটি তে এক ভিন্ন ক্ষমতা রয়েছে। এই মিসাইল গুলোর প্রতিটিরগতি সেকেন্ডে ৫ কি মি।ঘন্টায় প্রায় ১৮০০০ কি মি ।এটি ১৮৫ কি মি উচ্চতায় যেকোন টার্গেটকে ধব্বংস করে দিতে পারবে। বিভিন্ন উত্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী , এস -৫০০ হবে নতুন পঞ্চম প্রজন্মের জেনিথ রকেট ব্যবস্থা, তাতে ব্যালিস্টিক ও আকাশে গতিময় লক্ষ্য ধ্বংস করার জন্য একটি আলাদা করে সমাধানের নীতি নেওয়া হতে পারে. এই ব্যবস্থার প্রধান কাজ – মাঝারি পাল্লার রকেটেরযুদ্ধাস্ত্রের সঙ্গে লড়াই, আর প্রয়োজনে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক রকেটের উড়ানের শেষ অংশে ও কিছু ক্ষেত্রে মাঝামাঝি জায়গাতেই ধ্বংসকরার ক্ষমতা. সম্ভবতঃ, এস – ৫০০ বর্তমানে থাকা এস- ৪০০ “ট্রায়াম্ফ” ব্যবস্থার চেয়ে আরও ঘনসন্নিবদ্ধ ও গতিশীল হতে পারবে. এস – ৫০০ব্যবস্থা পাবে খুবই শক্তিশালী রাডার ব্যবস্থা, যা ৮০০ – ৯০০ কিলোমিটার দূরে লক্ষ্যকে নির্ণয় করতে পারবে,এই কথা উল্লেখ করে রাজনৈতিক ওসামরিক বিশ্লেষণ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর আলেকজান্ডার খ্রামচিখিন বলেছেন: “বলা যেতে পারে যে, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যবস্থা, যদি যা বলা হয়েছে, সেই বিষয় থেকেমন্তব্য করতে হয়. আর বলা হয়েছে যে, এইব্যবস্থা সমস্ত কিছুকেই ধ্বংস করতে সক্ষম, তার মধ্যে আন্তর্মহাদেশীয়রকেটের যুদ্ধ

No comments:
Post a Comment