আধুনিক কালের যুদ্ধের গুরুত্বপুর্ন অস্ত্র হল মিসাইল বা ক্ষেপনাস্ত্র। আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র ( Inter Continental Ballistic Missile) বা সংক্ষেপে ICBM হল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম ৫,৫০০ কিলোমিটার এর বেশী পাল্লার ক্ষেপনাস্ত্র। উৎক্ষেপন থেকে লক্ষবস্তু পর্যন্ত এর গতিপথ উপবৃত্তাকার হওয়ার ফলে এই ক্ষেপনাস্ত্রকে বলা হচ্ছে “ব্যালিস্টিক”(Ballistic ) । নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ, আমেরিকা রাশিয়া,চীন,বৃটেন,ফ্রান্স ছাড়া ভারতের আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র অগ্নি-৫ আছে । আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্রের উদ্দেশ্য হল দুরবর্তী স্থানে পারমানবিক বোমার সাহায্যে আঘাত হানা । এখনকার সময়ের ক্ষেপনাস্ত্রগুলো হল multiple independently targetable reentry vehicles (MIRVs), অর্থাৎ তারা অনেকগুলো বোমা নিয়ে গিয়ে একাধিক স্থানে পারমানবিক বোমা নিক্ষেপ করতে সক্ষম । ক্ষেপনাস্ত্রকে ভাগ করা হয়ে থাকে তার পাল্লা অনুযায়ী, স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দুরপাল্লার ক্ষেপনাস্ত্র হিসেবে। দুরপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র গুলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, এবং নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
বিভিন্ন দেশের সাম্প্রতিক কালের আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র-
১) রাশিয়া- ২০১১ সালে সংযোজিত RS-24 হল রাশিয়ার সাম্প্রতিকতম আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র । ১০,৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপনাস্ত্র ৪ থেকে ৬টা পর্যন্ত পারমানবিক ওয়ারহেড বহণ করতে সক্ষম I
২)যুক্তরাস্ট্র-প্রধান আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র হল Minuteman III. এই ক্ষেপনাস্ত্রের পাল্লা ১৩,০০০ কিলোমিটার , ওজন প্রায় ৩৫ টন , এবং ১৮।৫ মিটার লম্বা।২০২০ সালের পর এর যায়গা নেবে Minuteman -৪ l সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য যুক্তরস্ট্রের অপর আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র হল Trident D-5 । ১২ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপনাস্ত্র ২।৮ টন পে লোড বয়ে নিয়ে যেতে সক্ষম। এই ক্ষেপনাস্ত্রের পরবর্তী সঙ্গস্করন উন্নততর প্রযুক্তির Trident E-6 ২০৩০ সাল নাগাদ যুক্তরাস্ট্রের সেনবাহিনীতে সংযোজিত হবে।
চীন- চীনের অস্ত্রভান্ডার অত্যন্ত গোপনীয় বিষয়। এ দেশের প্রধান আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র হল DF-5A । ১৩ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপনাস্ত্র ৩,২ টন ওজনের পে লোড বয়ে নিয়ে যেতে সক্ষম। চীনের সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র হল JL-2 যা ৮ ০০০ কিলোমিটার পাল্লার এবং একাধিক ওয়ারহেড সংযোজিত।
ফ্রান্স- ফ্রান্সের সাম্প্রতিকতম ক্ষেপনাস্ত্র হল সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য M-51 । ৮০০০ কিলোমিটার পাল্লার, ১৩।৫ মিটার দৈর্ঘের এই ক্ষেপনাস্ত্রের ওজন ৫৩ টন এবং তা ৬টি পারমানবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।
বৃটেন- বৃটেনের রয়েছে আমেরিকায় তৈরী আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র। কেবলমাত্র সাবমেরিন থেকে উৎক্ষেপনযোগ্য এই ক্ষেপনাস্ত্রের ওয়ারহেড বৃটেন নিজেই তৈরী করে থাকে।
ভারত- আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি-৫ মধ্যে দিয়ে আন্তমহাদেশীয় ক্ষেপনাস্ত্র প্রযুক্তির অধিকারী ৬ষ্ঠ দেশ ভারত । অগ্নি-৫ ক্ষেপনাস্ত্রের পাল্লা ৫ হাজার কিলোমিটারের বেশী, ১৭ মিটার লম্বা ,২ মিটার পরিধি, এবং ৫০ টন ওজনের এই ক্ষেপনাস্ত্র ১ টন ওজনের পারমানবিক বোমা বহন করতে সক্ষম।

No comments:
Post a Comment