সোভিয়েত এক সময় টি ৬০ ট্যাংঙ্ক দিয়ে ফ্লাইং ট্যাংঙ্ক তৈরি করতে চেয়েছিল।এই ট্যাংঙ্ক "টিবি ৩" বোমারু বিমানের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছিল।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল।এর প্রাথমিক পরীক্ষা সফলও হয়েছে।পরিবর্তীতে বিভিন্ন অসুবিধার কারনে বাতিল করে দেওয়া হয় এই প্রজেক্ট।
No comments:
Post a Comment