Thursday, 2 June 2016

রাশিয়া ১২টি বিশালাকার যুদ্ধজাহাজ তৈরি করবে যার প্রতিটি ২০০ মিসাইল বহন করতে পারবে!!

রাশিয়া ১২টি বিশালাকার যুদ্ধজাহাজ তৈরি করবে যার প্রতিটি ২০০ মিসাইল বহন করতে পারবে!! এইসব জাহাজকে ডেষ্ট্রয়ার বলা হলেও ওজন হবে ১৭,৫০০ টন যা ক্রুজাররর সমতুল্য এবং দৈর্ঘ্য হবে ২০০ মিটার।এই জাহাজগুলো লিডার ক্লাসের অন্তর্ভূক্ত হবে।এতে এন্টি ব্যালিষ্টিক,এন্টি এয়ার,এন্টি সাবমেরিন এবং এন্টি সারফেস ক্ষমতা থাকবে। এতে এস ৪০০ বা এস ৫০০ থাকবে!! এন্টি শিপ হিসেবে সুপারসনিক মিসাইল থাকবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া এই জাহাজের ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় নি।পরমানুশক্তিচালিত হবে বলে মনে করা হচ্ছে এতে সমুদ্রে অনেক দিন থাকতে পারবে।এই ক্লাস যুদ্ধজাহাজ মার্কিন নৌ বাহিনীর যুদ্ধ জাহাজের চেয়ে অনেক এগিয়ে থাকবে।২০২০ সালের দিকে সার্ভিসে আনা হতে পারে।

No comments: