Thursday, 2 June 2016

10 Interesting Facts About Aircraft Carriers

                                              10 Interesting Facts About Aircraft Carriers
#১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাবমার্সিবল এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল। এই ক্যারিয়ার তিনটি বিমান বহন করতে পারত। #২. সত্তরের দশকে ইউএস এয়ারফোর্স উড়ন্ত এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিল।পরে তারা বুঝতে পারে এটা সম্ভব নয়। #৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের তৈরি সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার তার প্রথম জলযাত্রায় ডুবে যায়। #৪. যুক্তরাষ্ট্র ছাড়া একটি মাত্র দেশ পারমানু শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে পারে।সেটি হল ফ্রান্স। #৫. নিমিৎজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার কোন রিফুয়েলিং ছাড়া একটানা ২০+ বছর সাগরে থাকতে সক্ষম। #৬. ব্রাজিল তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রির জন্য ebay তে বিজ্ঞাপন দিয়েছিল। #৭. C-130 Hercules এয়ারক্রাফট ক্যারিয়ারে ল্যান্ড এবং টেক অফ করতে পারে। #৮. Gerald R. Ford Class ক্যারিয়ার চালাতে প্রতিদিন ৭ মিলিয়ন ডলার খরচ হয়। #৯. নিমিৎজ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার একদিনে ৪০০,০০০ গ্যালন জল লবনমুক্ত করতে পারে। #১০. কিছুই না। এটা আপনারাই বলুন।

No comments: