আপনি জানেন কি ?
Kamove ka-50 একমাত্র এটাক হেলি যাতে ইজেকশান সিট ইনস্টল করা আছে | অর্থাত্ যুদ্ধক্ষেত্রে কোন শত্রুর আঘাতে ka-50 ক্ষতিগ্রস্থ হলেও এটি তার পাইলটকে ইজেকশান সিটসহ বাইরে ছুড়ে দিয়ে রক্ষা করবে |
তবে ককপিটের উপরের এক জোড়া রোটরও পাইলটদের মৃত্যুর কারণ হতে পারে তাই, ইজেক্ট করার আগে এক্সপ্লোসিভের সাহায্যে ব্লেডসহ রোটরটি উড়িয়ে দেয়া হয় | এরপর আরেকটি এক্সপ্লোসিভ ককপিটের ক্যানুপি ভেঙে গুড়ো করে দেয় | অবশেষে রকেট ইঞ্জিনের সাহায্যে সিটসহ পাইলটকে বাইরে ছুড়ে দেয়া হয় |

No comments:
Post a Comment