Thursday, 2 June 2016

আপনি কি জানতেন?

আপনি কি জানতেন? সুখোই সু-৩০ যুদ্ধবিমানের পাইলটকে অনেক সময়ই টানা ১০ ঘন্টা ফ্লাইং করতে হয়। তাই জরুরিকালীন অবস্থার জন্য ককপিটে একটি 'বক্স সীট' (ছবিতে) থাকে যাতে কিছু খাবার থাকে। মূলত এতে দুটি ক্যাডবেরি চকলেট, একটি ভেজ স্যান্ডেউইচ ও দুটি Alcohol ফ্রি বিয়ারের/জুসের ক্যান থাকে।

No comments: