তেজসের পরে আরও শক্তিশালী মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্যাফট (এমএমআরসিএ) তৈরির ভাবনা ইতোমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে ভারতীয় বিমান বাহিনীর মাথায়। সূত্রের খবর আগামীছয়মাসের মধ্যে তাদের এই ভাবনাকে বাস্তবীক রূপ দিতে চাইছে বায়ু সেনা। শোনা যাচ্ছে যে,এর তোড়জোড়ও নাকি পুরোদমে শুরু করে দেওয়া হয়েছে।প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর,এই বিমান বানানোর বরাত দেওয়ার জন্য পৃথিবীতে যুদ্ধ বিমান নির্মাণকারী ছয়টি সংস্থার সঙ্গে ইতোমধ্যেই কথা বলতে শুরু করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তারা এমন একটি সংস্থাকে এই যুদ্ধ বিমানের বরাত দিতে চাইছে যাদের সাথে যৌথভাবে কাজ করতে পারবে ভারতীয় কোনো বিমান নির্মাণকারী কোম্পানি। , ইউএসএ-র ডিফেন্স সেক্রেটারী অ্যাষ্টন কার্টারের ভারত সফরের সময় তার সাথেএই বিষয়ে কথা হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের। সেই আলোচনার কার্টারের পক্ষ থেকে জানানো হয় যে ভারতের সাথে মার্কিন এফ-১৬ যুদ্ধ বিমানের প্রযুক্তি ভাগ করে নিতে ইউএসএ আগ্রহী। তিনি আরও জানান যে, ইতোমধ্যেই নাকি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এফ-১৬ যুদ্ধ বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং অ্যান্ড লকিড মার্টিনের সঙ্গেও।শত্রুকে স্তম্ভিত করে ‘শত্রুজিৎ’য়ে বিশাল শক্তিপ্রদর্শন ভারতেরগত ২০ বছর ধরে ভারতীয় বিমান বাহিনীর ২৫০-৩০০টি যুদ্ধবিমানের এবং৪২ টি ফাইটার স্কোয়াড্রন দরকার বর্তমানে যার সংখ্যা ৩৩। বর্তমানে তারা এমন কমব্যাট এয়ারক্যাফট বানানোর ভাবনায় আছে যটা দেশের ব্যবহারের পাশাপাশি তারা অন্য দেশের কাছেও বিক্রি করতে পারবে।

No comments:
Post a Comment