Tuesday, 14 June 2016

DRDO DAKSH হল একটি রোবটিক আর্ম যুক্ত গ্রাউন্ড ভেহিকেল

DRDO DAKSH হল একটি রোবটিক আর্ম যুক্ত গ্রাউন্ড ভেহিকেল।এটিকে মূলত বম্ব ডিসপোজাল করার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।এটি প্রথমে কোন সন্দেহ জনক বস্তুকে ,এক্সরে স্ক্যানার দিয়ে পরিক্ষা করে ,যদি সেই বস্তুটি কোন বম্ব হয় তো ,সেটিকে এর ওয়াটার জেট ডিজরেপ্টর এর সাহায্য নিস্ক্রিয় করে দেয় ।এটি বন্ধ দড়জার লক খোলার জন্য একটি শটগান রয়েছে,যেটি দিয়ে এটি দড়জা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকতে পারে।এটিকে একটি নিরাপদ দূরত্ব ( 500 মিটার অবদি ) থেকে , একটি মাস্টার রিমোট কন্ট্রোল সিস্টেম দ্বারা নিয়ন্ত্রন করা হয় ।

No comments: