বর্তমান সময়ে যেকোন বিমানের জন্য সবচেয়ে ভয়ংকর দুঃস্বপ্ন হচ্ছে সার্ফেস টু এয়ার মিসাইল বা স্যাম। এই স্যামগুলোর হাত থেকে বাঁচার জন্য প্রায় প্রতিটি ফাইটার প্লেন এমনকি অনেক বেসামরিক বিমানেও চাফ বা ফ্লেয়ার লাগানো থাকে। কিন্তু ইউনাইটেড স্টেটসের তৈরী এসআর-৭১ ব্ল্যাকবার্ডে কিন্তু এরকম কোন সিস্টেম ছিল না। ব্ল্যাকবার্ডের সেন্সর কোন মিসাইল লঞ্চ ডিটেক্ট করলে অটোমেটিকভাবে এটির আফটারবার্নার চালু হয়ে যেত এবং এটি এর দুর্দান্ত গতি ব্যবহার করে সহজেই উড়ে মিসাইলের রেঞ্জের বাইরে চলে যেত.....

No comments:
Post a Comment