Saturday, 11 June 2016

মেইন ব্যাটেল ট্যাংক

বর্তমানের সবচেয়ে আপগ্রেড মেইন ব্যাটেল ট্যাংক হল , এডভান্সড থার্ড জেনারেশন এর ট্যাংক গুলি ।পৃথিবীর সামরিক উন্নত দেশ গুলি নিজেদের জন্য ,এই এডভান্সড থার্ড জেনারেশন এর জন্য কাজ করছে ।এই জেনারেশনের মধ্য দুটি MBT হল ,ভারতের ARJUN MK-2 এবং চীনের MBT-3000 ।এই দুটি MBT ,যদিও এখনো সম্পূর্ন সার্বিসে আসে নি , তবে এদের মধ্য একটা বড় রাইভেলারি গড়ে উঠতে চলেছে ।68 টনের অর্জুনের (1400-1500 hp ) এর ইঞ্জিন যুক্ত আর 58 টনের MBT-3000 (1200-1300 hp) এর ইঞ্জিন যুক্ত ।দুটি ট্যাংকেই উন্নত সব টেকনোলোজি যুক্ত হলেও , অর্জুন মরু অঞ্চলে প্রায় অপ্রতিরোধ্য একটি MBT ,কারন এর ম্যানুভারিটির জন্য ।MBT-3000 এ APS হিসেবে যুক্ত হবে GP5 এর তৈরী APS ,অন্যদিকে অর্জুনে ,ইজরাইলের ট্রফি বা আয়রন APS যুক্ত হচ্ছে ।দুটি ট্যাংকেরই লেজার ওয়ার্নিং , রয়েছে তবে IR জ্যামিং ক্যাপাবিলিটিতে অর্জুন এগিয়ে আছে।অর্জুনের মেইন গান 120 mm এর এবং MBT-300 এর 125 mm এর। প্রাশ্চাত্যর দেশ গুলি তে 120 mm এর স্মুথবোর মেইন গান ট্যাংকে ব্যাবহার করে এবং রাশিয়ানরা 125 mm এর মেইন গান ,তবে ফায়ারিং এবিলিটি 120 mm ই হল স্ট্যানডার এবং বেস্ট এতে কোন প্রবলেম হয় না , যেখানে 125 mm এ কিছু সমস্যা থাকে ।যদিও এই দুটি ট্যাংকের সম্মুখ তখনই সম্ভব হতে পারে,যদি পাকিস্থান চীন থেকে MBT-3000 কেনে এবং যদি ভারত পাক যুদ্ধ হয় ।তবেই থর মরুতে এই দুই ট্যাংকের দেখা হবে ,যেখানে অর্জুনের সম্মুখিন হওয়া MBT-3000 এর চাপের ব্যাপার হয়ে যাবে।

No comments: