সিঙ্গেল পাইলট বনাম ডাবল পাইলট
কোনটা ভাল?
আমরা অনেক ফাইটার জেট দেখি থাকি যার কোনটিতে একজন পাইলটের ব্যবস্থা আছে আবার কোনটিতে দুইজন পাইলটের ব্যবস্থা আছে।এর মধ্যে কোনটি সুবিধাজনক?
তার আগে একটা কথা বলে রাখা ভাল যে, পাইলট যে পিছনে বসে তাকে "Weapon System Officer (WSO) বা Radar Intercept Officer ( RIO) বলা হয়।
আসলে পাইলটের সংখ্যা নির্ভর করে ফাইটার জেটের মিশনের ধরনের অনুযায়ী।যদি ফাইটার জেটকে ভূমিতে বোমা হামলা করতে হয় সেই ক্ষেত্রে ডাবল পাইলটের বিমান কার্যকরি।কারন এই ক্ষেত্রে পাইলট তার বিমান চালানোর দিকে মনযোগী থাকে।আর WSO তখন ভূমিতে বোমা হামলা "সূচারুভাবে" করতে পারে।একজন পাইলটের পক্ষে বিমান চালানো আবার ভূমিতে হামলা করা খুব একটা কার্যকর হয় না বিধায় দুইজন পাইলট রাখা হয়।তবে বর্তমানে ফাইটার জেটের অস্ত্র ব্যবস্থা ও অন্যান্য প্রযুক্তি এতো আধূনিক হয়েছে যে কোন ধরনের মিশনে একজন পাইলটই যথেষ্ট ।যেমন মার্কিন F 22 এবং F 35 কোন ভার্সনে ডাবল সিটের পাইলট নেই।এছাড়াও পাইলটকে প্রশিক্ষনের দেওয়ার জন্য দুই সিটের ফাইটার জেট ব্যবহার করা হয়।
আর অন্যদিকে ফাইটার জেটকে যদি এয়ার টু এয়ার মিশনে অংশগ্রহন করতে হয় সেক্ষেত্রে আবার সিঙ্গেল সিটের ফাইটার জেট দারুণ কার্যকরি। কারন এই ক্ষেত্রে ডাবল সিটের জেট হলে সেই জেটের ওজন অনেক বেশি হবে এবং জ্বালানি ধারন ক্ষমতা অনেক কমে যায়।তাছাড়া আকারে বেশ বড় হয়ে যায় যার ফলে এতে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

No comments:
Post a Comment