Saturday, 11 June 2016

সমুদ্রের গভীরে রহস্যময় ডুবোজাহাজে ৭১ টি মৃতদেহ

সমুদ্রের গভীরে রহস্যময় ডুবোজাহাজে ৭১ টি মৃতদেহ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে তার ঠিকানা ছিলসাগরের গহীনে। ৭১টি মৃতদেহ নিয়ে ৭৩ বছর ধরে সমুদ্রের গভীরে ঘুমিয়ে ছিল একটি ব্রিটিশ ডুবোজাহাজ। ঘুম ভাঙল ডাইভারদের আনাগোনায়। ইতালির সারদিনিয়া উপকূলে তাভালারা দ্বীপের কাছে সমুদ্রের ১০০ মিটার গভীরে পাওয়া গেল ডুবোজাহাজটিকে।১৯৪২ সালের ২৮ ডিসেম্বর মাল্টা বন্দর ছেড়ে রওনা দেয় ডুবোজাহাজটি । প্রথম লক্ষ্য ছিল দুটি ইতালীয় যুদ্ধজাহাজ ধ্বংস করা। সেটি নোঙর ফেলে মাদালেনা বন্দরের কাছে। ৩১ ডিসেম্বর সিগন্যালও পাঠায়।কিন্তু ১৯৪৩-এর ২ জানুয়ারি থেকে ডুবোজাহাজটির কোনো খোঁজ পাওয়াযায় না। ১২৯০ টন ওজনের জলযানটি নিমিষেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কেউ এর হদিস করতে পারে না। তবে৭৩ বছর পরে খোঁজ মিললো সেই ডুবোজাহাজটির।জানা গেছে‚ জাহাজটির খুব বেশি ক্ষতি হয়নি। বিস্ফোরণে খুবই সামান্য ক্ষতি হয়েছিল। তবে বিস্ফোরণে নয় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল জাহাজে থাকা ৭১ জন ক্রুয়ের। তাদের দ্রুত শনাক্ত করে পরিবার পরিজনকে জানানোর চেষ্টা চলছে।

No comments: