মার্কিন নতুন স্টিলথ বিমান বি ২১ এর কাজ অনেক গোপনে চলছে।পেন্টাগন তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এঁকে গোপন রাখতে।ঠিক এর পূর্বসুরির মত মানে বি ২।বাহিরের কেউ যাতে বুঝতে না পারে সেই জন্য সামরিক বাহিনীর সদস্যরা যারা সেই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট তারা সিভিল পোশাক পড়ে কাজ করতো।তারপরেও প্রযুুক্তি পাচার ঠেকাতে ব্যর্থ হয়েছে।এমনকি গ্রেফতারও করা হয়েছে।কিন্তু এবার চীনের রয়েছে সোপহিসটিকেটেড হ্যাকার দল।তারা নিশ্চয়ই বসে থাকবে না।

No comments:
Post a Comment