Friday, 1 July 2016

Self-Propelled Guns-SPG

★★★ রাশান Ministry of Defense (MoD) নুতুন হুইল-ব্যেসড চ্যাসিস Self-Propelled Guns-SPG ডেভেলপড করার কাজ হাতে নিয়েছে বলে বেশ কিছু রাশান পত্রিকা খবর দিয়েছে। Koalitsiya-SV এর এই হুইল-ব্যেসড SPG এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি। রাশান নিউজপেপার গুলো উল্লেখ্য ছবিটি প্রকাশ করে, জানা গেছে এই SPG টি 2S35-1 Koalitsiya-SV-KSh মডেল নামে প্রকাশ করা হয়েছে। মূলত চেইন-বেল্ট চ্যাসিস spg গুলোর চাইতে হুইল ব্যেসড spg গুলোকে দ্রুত ও খুব সহজে মোতায়েন করা যায় ফলে এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

No comments: