Wednesday, 13 July 2016

কে-১০০ নাভাতোর এন্টি অ্যওয়াক্স ক্ষেপণাস্ত্র।

কে-১০০ নাভাতোর এন্টি অ্যওয়াক্স ক্ষেপণাস্ত্র। আসলে এই ক্ষেপণাস্ত্র টি রাশিয়ান কিন্তু তৈরি হয় ভারতীয় টাকায় ও ভারতীয় বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী। ৪০০কিমি পাল্লার মিসাইল টির গতিবেগ ম্যাক ৪। এটি এন্টি অ্যওয়াক্স মিসাইল। অর্থাৎ অ্যাওয়াক্স ওবড় ট্রান্সপোর্ট বিমান ধ্বংস করার জন্য। এটি একটি পেসিভ গাইডেড মিসাইল। এটি ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে দূরপাল্লার ও ভারী ক্ষেপণাস্ত্র। বর্তমানে সু-৩০এমকেআই এটি ব্যাবহার করে। বর্তমানে ভারত এর মালিক হলেও রাশিয়া নিজেই এর একটি কাস্টোমার। বর্তমানে ডিআরডিও এটি তৈরি করে।

No comments: