Sunday, 3 July 2016

ব্রহ্মোস মিসাইলের পর ভারত থেকে ‘বরুণাস্ত্র’ টর্পেডো কিনছে ভিয়েতনাম।

                   ‪#ব্রেকিং_নিউজ‬: ব্রহ্মোস মিসাইলের পর ভারত থেকে ‘বরুণাস্ত্র’ টর্পেডো কিনছে ভিয়েতনাম।
. ভিয়েতনামকে যুদ্ধজাহাজ ধ্বংস করার টর্পেডো ‘বরুণাস্ত্র’ বিক্রি করতে চলেছে ভারত৷ ইতোমধ্যেই এই বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ ভিয়েতনামের হাতে ‘বরুণাস্ত্র’ তুলে দেওয়ার পাশাপাশি কিলো-ক্লাস সাবমেরিনের প্রশিক্ষণও দেওয়া হবে সেদেশের সেনাদের৷ . উল্লেখ্য, জাহাজ বা সাবমেরিন থেকে ছোঁড়া হয় টর্পোডো৷ এতদিন বিদেশ থেকে টর্পেডো কিনত ভারত৷ তবে চলতি বছরই দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো বরুণাস্ত্র হাতে পেয়েছে ভারতীয় নৌবাহিনী৷ এর ওজন ১.২৫ টন৷ এই ইলেকট্রিক টর্পেডোর গতিবেগ ঘণ্টায় ৪০ নটিক্যাল মাইল৷ জলের গভীরতা অল্প হোক বা গভীর, দু’জায়গাতেই সমান দক্ষতায় শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করতে পারে৷ . ‘বরুণাস্ত্র’ ছাড়াও ভারতের কাছ থেকে ব্রাহ্মস-ও কিনতে চলেছে ভিয়েতনাম৷ অগ্নি নির্বাপক যন্ত্র ও সাবমেরিন ধ্বংসকারী রকেট লঞ্চার কেনার আগ্রহও প্রকাশ করেছে তারা৷ আগামী ৩ মাসের মধ্যেই দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষর হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷

No comments: