Friday, 15 July 2016

উত্তর কোরিয়ার কিম সরকার সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন সামরিক কর্মকর্তার তথ্যমতে, গত শনিবার উত্তর কোরিয়ার কিম সরকার সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে। মুলত দেশটির পূর্বাঞ্চলে সাবমেরিন থেকে এ পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অবশ্য ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত করেছে বা ক্ষেপণাস্ত্রটিররেঞ্জ এবং এটির ওয়ারহেড বহণের সক্ষমতার বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয় নি। আসলে উত্তর কোরিয়ার উপকূলীয় শহর সিনপোর কাছে সাবমেরিন থেকে এটি নিক্ষেপ করা হয়েছে। এছাড়া, সাবমেরিন থেকে নিক্ষেপের উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি নিয়ে উত্তর কোরিয়ার বিপদজনক তৎপরতা প্রতিবেশী দেশগুলো বিশেষ করে জাপান ও দক্ষিন কোরিয়ার মধ্যে প্রচণ্ড উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে। সাধারণ ভাবে, সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান আগে থেকে সনাক্ত করা এবং তাকে কার্যকর ভাবে প্রতিহত করা বেশ কঠিন। খবরে আরো প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন এবং দক্ষিন কোরিয়ার মধ্যে কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে এক আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করার একদিন পরই এ পরীক্ষা চালাল পিয়ংইয়ং এর কীম সরকার। এছাড়া সাম্প্রতিক সময়ে কোরীয় উপদ্বীপে সম্ভাব্য ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের মতো স্পর্শকাতর ও বিপদজনক ইস্যুর বিরুদ্ধে আমেরিকার প্রতি যৌথ হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন এবং রাশিয়া। মুলত চীন ও রাশিয়ার প্রবল সন্দেহ কোরীয় উপদ্বীপে ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তাতে অত্র অঞ্চলের কৌশলগত ভারসাম্য নষ্ট হবে এবং ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরুর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র নিশিচতভাবে কৌশলে এ থেকে বড় ধরণের সুবিধা আদায় এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চালাতে পারে।

No comments: