Friday, 1 July 2016

ভারত ও ইজ্রাইল এর যৌথ উদ্যোগে তৈরি লংরেঞ্জ-স্যাম এর ল্যান্ড বেসড ভার্সানের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

#BREAKING_NEWS‬ . ভারত ও ইজ্রাইল এর যৌথ উদ্যোগে তৈরি লংরেঞ্জ-স্যাম এর ল্যান্ড বেসড ভার্সানের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বারাক-৮ নামে এই ক্ষেপণাস্ত্র আদতে নৌবাহিনী ব্যবহার করে যা এখন থেকে বিমানবাহিনী ব্যবহার করবে। ১০০-১৫০কিমি পাল্লার এই মিসাইল এর গতী ম্যাক ২ যা টার্গেটের কাছে যাওয়া মাত্র বেড়ে হয় ম্যাক ৫। পৃথিবীর একমাত্র স্যাম যা ব্রাহমোস ক্ষেপণাস্ত্র কে আটকাতে পারে। থ্রাস্ট ভিক্টর ইঞ্জিনের মাধ্যমে এটি অত্যন্ত ম্যানুয়েভারেবল টার্গেট কে ধ্বংস করা যায়। এর মাধ্যমে যুদ্ধবিমান, ড্রোন, এয়ার টু সার্ফেস মিসাইল, ক্রজ-মিসাইল ও শর্ট রেঞ্জ ব্যলিস্টিক মিসাইল ধ্বংস করা যায়।

No comments: