রাফাল ডিলের জন্যে ভারতের দেওয়া ৫০ অফসেট এর ৩০শতাংশ মেনে নিয়েছে। এবং বাকি ২০শতাংশের জন্যে ফ্রান্স ব্যপক অফার দিয়েছে। ফ্রান্স ডিআরডিও ও অন্যান্য প্রাইভেট ফার্ম যেগুলি ডিফেন্স দ্রব্যাদি তৈরি করে তাদের স্টেল্থ, রেডার ও
মিসাইলের থ্রাস্ট ভিক্টর টেকনোলজিতে সহায়তা দেবে। আর বলার অপেক্ষা রাখছে না। এবার ভারতীয় দ্রব্যের মান কোন স্থানে যাবে।
.
এখানেই শেষ না। ফ্রান্স ভারতের কাভেরি ইঞ্জিন মডিফাইতে সহায়তা দেবে। ফ্রান্স জানিয়েছে কাভেরি ইঞ্জিনে এখনও ৩০শতাংশ কাজ বাকি যা পূরণ করলে এটি ৯১Kn থ্রাস্ট প্রোডিউস করতে সক্ষম হবে। উল্লখ্য ভারতের তেজসের জন্যে ডিআরডিও কাভেরি ইঞ্জিন প্রোজেক্ট হাতে নেয়। তেজসের জন্য ৯১Kn থ্রাস্ট প্রয়োজন ছিল। কিন্তু সর্বোচ্চ ৮১Kn থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম হয় কাভেরি তাই সোটি বাদ দিয়ে আমেরিকান General Electric F404-GE-IN20 turbofan ইঞ্জিন ইউজ করা হয়। কিন্তু ফ্রান্স যদি কাভেরি কে মডিফাই করতে সক্ষম হয় তবে তেজস মার্ক-১এ তে দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হবে।
.
উল্লেখ ফ্রান্সের এই সিদ্ধান্তে শেষ অব্ধি রাফাল ডিলের সমস্ত জটিলতা শেষ হল। যখনতখন ই আপনারা সুখবর পাবেন।
No comments:
Post a Comment