Friday, 1 July 2016

শুধু একটা দেশের জন্য আটকাবে না ভারতের NSG অন্তর্ভুক্তি

                                    ★‘শুধু একটা দেশের জন্য আটকাবে না ভারতের NSG অন্তর্ভুক্তি’★
. . ভারতের এনএসজি-তে অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী আমেরিকা। তারা জানিয়েছে, কেবলমাত্র একটা দেশের জন্য থেমে যাবে না ভারতের অন্তর্ভুক্তি। বুধবার বারাক ওবামা প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে নয়াদিল্লিতে। এক মার্কিন আধিকারিক থমাস শ্যানন জানিয়েছে, ‘ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তি নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ . MTCR-এ ভারতের সদস্যপদ এই দেশের গুরুত্ব প্রমাণ করেছে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে অন্তর্ভুক্তি নিয়ে চিনের বাধা দেওয়ার ঘটনার পরই এই মন্তব্য আমেরিকার। চলতি বছরের ১২ মে ভারত আনুষ্ঠানিকভাবে এই সদস্যপদের জন্য আবেদন করে। সিওলের বৈঠকে এই সদস্যপদ নিয়ে বাধা দয় চিন। . এনএসজি প্লেনারির বিশেষ বৈঠকে পর জানিয়ে দেওয়া হয়, সেখানে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সর্বসম্মত ঐকমত্যে পৌঁছতে পারেনি ৪৮ সদস্যবিশিষ্ট এনএসজি। ফলে, অন্তত এবছরের জন্য সেই আশা শেষ। দুদিনের বৈঠকে ভারতের হয়ে জোর সওয়াল করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান ও ফ্রান্স। তারা ভারতের শক্তিশালী নেতৃত্বের কথা তুলে ধরে। চিন জানিয়ে দেয়, এনপিটি-তে স্বাক্ষর না করা ভারতকে এনএসজি-তে সামিল করানো সম্ভব নয়। ভারত-বিরোধিতায়চিনকে সঙ্গ দেয় তুরস্ক, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিলও। . সুত্র : Kolkata24x7

No comments: