Sunday, 3 July 2016

৪টি এন্টিসাবমেরিন লংরেঞ্জ-সারভেইলেন্স এয়ারক্রাফট পি-৮আই নেপচুন বিমান কেনার জন্য প্রধানমন্ত্রী ১বিলিয়ন ডলারের ডিলে সবুজ সংকেত দিয়েছে।

#ব্রেকিং_নিউজ‬ . ৪টি এন্টিসাবমেরিন লংরেঞ্জ-সারভেইলেন্স এয়ারক্রাফট পি-৮আই নেপচুন বিমান কেনার জন্য প্রধানমন্ত্রী ১বিলিয়ন ডলারের ডিলে সবুজ সংকেত দিয়েছে। কদিনের মধ্যেই ডিল সই হবে। সই হওয়ার ৩বছরের মধ্যে ডেলিভারি শুরু হবে। আপাতত এমন ৮টি বিমান আছে। এগুলি হার্পুন এন্টিশিপ মিসাইল, টর্পেডো ও ডেপথ চার্জার বহন করে। এদের পার্ফরমেন্সে অত্যন্ত খুশি নৌবাহিনী তাই আরও অর্ডার করা হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

No comments: