Friday, 15 July 2016

হকার হান্টার ফাইটার জেট

হকার হান্টার ফাইটার জেট সুইজারল্যান্ডেরএকটি মহাসড়কের উপর।সুইজারল্যান্ডসহ ইউরোপের কিছু দেশ তাদের মহাসড়ক এমনভাবে তৈরি করেছে যাতে সেই মহাসড়ক বিমানের রানওয়ের জন্য ব্যবহার করা যায়।বিমান আকাশ উড়াতে রানওয়ের কোন বিকল্প নেই ।তাই শত্রু পক্ষ সবসময় চেষ্টা করে বিপক্ষের সকল রানওয়ে ধ্বংস করে দেওয়ার জন্য।যদি ধ্বংস করে দেয় তাহলে প্রতিপক্ষ তার ফাইটার জেট আকাশে উড়াতে পারবে না।আর তখন তাদের পরাজয় সময়ের ব্যাপার।আর এই কথা মাথা রেখে সুইজারল্যান্ড এবং ইউরোপের কিছু দেশ তাদের মহাসড়কে এই রকম ভাবে তৈরি করেছে।যার ফলে এই সব দেশের বিমান বন্দরের বা বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস হয়ে গেলেও ফাইটার জেট তারা উড়াতে পারবে এবং যুদ্ধ চালিয়ে যেতে পারবে।

No comments: